পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদ

পুঠিয়ায় জন সচেতনতায় ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

মোঃআমজাদ হোসেনঃ
অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে জন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর রবিবার সকাল ১১ টায় পুঠিয়া উপজেলার শিবপুর হাট বাজারে  ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পুঠিয়া-দূর্গাপুর ইউনিটের ফায়ার সার্ভিসের যৌথ ভাবে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন।
এতে ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত জনসাধারণ কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়,ভূমিকম্প,ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এসময় পুঠিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃআনিছুর রহমান, ও দূর্গাপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃআবুল খায়েরসহ ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button