দূর্গাপুররাজশাহী

দুর্গাপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশ আহত- আটক শীর্ষ মাদক কারবারি

দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের উপরে হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের এক এসআই আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।

অপর দিকে ৫০ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক কারবারি গোলাম রাব্বানীকে (৫০) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানীকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানী উপজেলার পারিলা নাপিত পাড়া গ্রামের মৃত সোহরাফ আলী ওরফে কার্তিকের ছেলে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঐ গ্রামের জনৈক মাবুদ আলীর পান বরজের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা নাপিত পাড়া গ্রামের জনৈক মাবুদ আলীর পান বরজের কাছে মাদক বেচা কেনার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গোলাম রাব্বানীকে ধরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপরে হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে গোলাম রাব্বানী। এতে দুর্গাপুর থানার এসআই সনাতন চক্রবর্তী আহত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মাদক বিরোধী অভিযানের সময় চিহ্নিত মাদক কারবারি গোলাম রাব্বানীকে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, গোলাম রাব্বানীর নামে বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৪টি মামলা রয়েছে। অভিযান পরিচালনার সময় মাদক কারবারির হাসুয়ার আঘাতে থানার এসআই সনাতন আহত হয়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সহ তাঁর ডান হাতের আঙ্গুলে সেলাই দেয়া হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button