দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

দুর্গাপুরে টুর্নামেন্ট ক্রিকেট খেলার উদ্বোধন করলেন ইউএনও

মোঃ আব্দুল মমিনঃ

রাজশাহীর দুর্গাপুরে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন ক্রিকেটার তৈরির প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা হয়েছে। শনিবার বিকাল ৪ টার সময় এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র খেলোয়াড় মোঃ শাহাদাত হোসেন। ক্রিকেটার তৈরির প্রত্যয় নিয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে আহ্বান জানান। খেলার প্রতি ভালোবাসা, প্যাশান, মনঃসংযোগ এবং ইতিবাচক মনোভাব ধরে রেখে ভয়ভীতিহীন স্বাধীন ক্রিকেট ধারাবাহিকতার সঙ্গে খেলার মধ্যেই তো দল ও ব্যক্তিগত সমৃদ্ধি নিহিত আছে। ইউনিয়ন ও এলাকা ভিত্তি হয়ে খেলার চেয়ে গর্বের আর কিছু তো হতে পারে না। তবে খেলার জন্য আত্মবিশ্বাসী হতে হবে, তাছাড়া কিছুই সম্ভব না ।

দেশপ্রেম তো সবচেয়ে বড় উজ্জীবিত শক্তি। তাই তরুণ খেলোয়াড়রা এখন নতুন ভাবে পারফরম্যান্স নিয়ে অনেক বেশি ভাবতে হবে তরুণদের । তাঁরা পারবেন ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। আমরা আশাবাদী এই ভেবে যে দেশের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যতে খেলোয়াড় হিসাবে চান্স পাবেন । যদি এই চত্বরে তারুণ্যকে নিয়ে ভাবা হয়, পরিকল্পনা তৈরি করা হয়, তাঁদের পৃষ্ঠপোষকতা এবং সুযোগ দেওয়া হয়। যেকোনো পরিবর্তনে ঝুঁকি নিতেই হবে। আর যে কাজটি করা হবে তার ওপর আস্থা রাখতে হবে।

উদ্বোধনকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোহেল রানা ক্রিকেটারদের প্রতি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, খেলার পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে। তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে এ আয়োজন খেলার প্রতি একটি গুতুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এ ব্যাপারে আয়োজনদের সতর্ক থাকতে হবে কেননা প্রকৃত বল দিয়েই খেলা খেলতে হবে না হলে ক্রিকেটার হওয়া যাবে না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button