দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

দুর্গাপুরের সেই সাংবাদিক পরিচয়দানকারী আবির, শাহাজামালকে আটক

আদালত প্রতিবেদকঃ

সাংবাদিকের নামে বদনাম ছড়ানোর দায়ে দুর্গাপুরের সেই আবির প্রতারক ও শাহজামালকে আদালতে আটক করে। কোর্ট হাজত থেকে অস্থায়ী জামিন দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত।

৩ অক্টোবর দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন নিতে গেলে, বিচারক সকল কাগজ পত্র দেখে তাদের প্রথমে জেল হাজতে প্রেরণ করেন। পরে আইনজীবির বিশেষ অনুরোধে পরবর্তী তারিখ পর্যন্ত অস্থায়ী জামিন দেন।

সাইবার ট্রাইব্যুনালের সরকার পক্ষের আইনজীবি (পিপি) বলেন, এই দুইজনের সাথে আরো একজন ছিলেন যারা রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের নামে অনিবন্ধিত অনলাইন পোর্টালে বদনাম ছড়াচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় সাংবাদিক ইমদাদুল হক সাইবার আইনে ৩ জনের নামে মামলা করেন।

পিপি বলেন, মামলাটি পুর্ণ তদন্ত করেন, পিবি আই এর দক্ষ অফিসার। তদন্ত কালে একজনের নাম অপর মামলায় থাকাসহ ভিন্ন কারণে সেই আসামী বাদ পড়েন। তবে পিবি আই এর পুর্ণ তদন্তে বেরিয়ে এসেছে, এরা নিজেদের নামমাত্র পোর্টালে মিথ্যে সংবাদ ছাপিয়ে একজন সম্মানি মানুষের বদনাম করার চেষ্টা করেছে।

সাইবারের ধারা অনুযায়ী, এদের সর্বোচ্চ সাজা হবে বলে ধারণা করছেন সরকার পক্ষের আইনজীবি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button