মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

চলমান সংকটে পাশে দাঁড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব

মোহনপুর প্রতিনিধিঃ

দেশে চলমান সংকটে প্রতিবন্ধী পরিবারকে উপহার প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।

রাজশাহী জেলার  মোহনপুর উপজেলার গোপালপুর গ্রামের বিধবা সুফিয়া বেগমের প্রতিবন্ধী পরিবারকে বৃহস্প্রতিবার  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

রাজশাহীর মোহনপুর থানাধীন মৌগাছী ইউনিয়নের গোপালপুর মধ্যপাড়া গ্রামের বিধবা সুফিয়া বেগমের প্রতিবন্ধী তিন ছেলেসহ চার সদস্যবিশিষ্ট পরিবারটি করোনা ভাইরাস জনিত হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে দীর্ঘদিন যাবৎ খাদ্য সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিল। বিধবা সুফিয়া বেগমের বড় ছেলে সালাউদ্দিন (৩২), মেজো ছেলে আলাউদ্দিন (২৬) এবং ছোট ছেলে আতিকুর রহমান (১৮) প্রত্যেকেই জন্মগত প্রতিবন্ধী। বিধবা সুফিয়া বেগমের স্বামী মৃত আজিজুল মারা যান ১০ বছর পূর্বে। স্বামী মারা যাওয়ার পর থেকে বিধবা সুফিয়া বেগম মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন এবং সন্তানদের মধ্যে কেউ কেউ ভিক্ষাবৃত্তি করতেন। কিন্তু করোনা ভাইরাস জনিত কারণে সরকারী আদেশে প্রত্যেকটি মানুষকে বাড়িতে অবস্থান করতে বলায় প্রতিবন্ধী তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়ে যায় বিধবা সুফিয়া বেগম।

এমনই পরিস্থিতিতে গত ২৭ এপ্রিল ‘প্রতিবন্ধী তিন ছেলে নিয়ে বিধবা সুফিয়া পাননি কোন ত্রাণ’ শিরোনামে পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমসহ অনেক অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছিল।  ত্রাণ না পাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি জেলা পুলিশ সুপার মহাদয়ের নজরে আসে এবং পরে তার নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে মোহনপুরে বিধবা সুফিয়ার পরিবারে তিন প্রতিবন্ধী ছেলেসহ চার সদস্যবিশিষ্ট পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, আদা, রসুন, জিরা, পেঁয়াজ, লবণ, সাবানসহ চার সদস্যবিশিষ্ট পরিবারের প্রায় এক মাসের বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ , তদন্ত ওসি খালেদুর রহমান, ডিএসবি এসআই আকবর আলী, ইউপি সদস্য নাসির উদ্দিন প্রমূখ। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবসহ মোহনপুর থানা পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়ীতে অবরুদ্ধ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের বাড়ীতে গিয়ে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button