রাজশাহীসারাদেশ

আখাউড়া স্থল বন্দর থেকে ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার সরূপ পাঠিয়েছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৫ জুলাই সোমবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিতিতে ৩০টি কার্টন বোঝাই হাড়িভাঙ্গা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেন বাংলাদেশের কর্তৃপক্ষ। বাংলাদেশর প্রধানমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আম উপহার পাঠানোতে দুই দেশের প্রতিনিধিরা আশাবাদী বাংলাদেশ- ভারতের সম্পর্ক এতে করে আরো দৃঢ়গতি হবে বলে মনে করেন। ভারত-বাংলাদেশ সবসময় পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে একজনের পাশে আরেকজন থাকবেন বলে অভিমত পোষণ করেন উপস্থিত প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন, আগরতলায় বাংলাদেশ দূতাবাসের এসিস্ট্যান্ট হাই কমিশনার যোবায়েদ হোসেন, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিপুরা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু, স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, স্থলবন্দর বিওপির বিজিবি কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button