বিনোদন

এবার শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

সংবাদ চলমান ডেস্কঃ

বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের নিয়মিত মঞ্চকর্মী ছিলেন আফসানা মিমি। এরপর হয়ে ওঠেন জনপ্রিয় টিভি তারকা। দীর্ঘদিন হলো তিনি অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তবে এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন তিনি। তাকে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আফসানা মিমি গণমাধ্যমকে জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজটি সম্পন্ন হয়।

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। দেশ সেরা নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের হয়ে নিয়মিত অনেক বছর সফলতার সঙ্গে কাজ করেছেন।

আফসানা মিমি তার প্রতিক্রিয়ায় বলেন, নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।

উল্লেখ্য, আফসানা মিমি মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয় শিল্পী হলেও গেলো কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায়ই বেশি সময় দিচ্ছেন। একটার পর একটা ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন।

নব্বই দশকে আফসানা মিমি প্রথম আলোচনায় আসেন ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। এছাড়া প্রশংসিত কিছু সিনেমায়ও আফসানা মিমি অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে- নদীর নাম মধুমতি,চিত্রা নদীর পাড়ে, প্রভৃতি ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button