বিনোদন

এবার রাজনীতিতে যোগ দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্কঃ

যতই দিন ঘনিয়ে আসছে ততই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠছে। নির্বাচনের মাঠে পিছিয়ে নেই টলিউড তারকারাও। অনেক জনপ্রিয় মুখ আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এবার নাম লেখালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সোমবার (১ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন টলিউডের এ মুহূর্তের আলোচিত এ অভিনেত্রী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে পতাকা হাতে তুলে নেন তিনি।বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, এটি একেবারেই নতুন এক যাত্রা। বাংলাকে নতুন করে গড়ে তোলাই আমার লক্ষ্য। বিজেপিতে যোগ দিতে পেরে বেশ আনন্দিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপির নেতাদের ধন্যবাদ।

এর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা হিরণ, রুদ্রনীল ঘোষ, চিত্রনায়িকা পায়েল সরকার। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, চিত্রনায়িকা কৌশানী মুখার্জি।১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর প্রায় অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। টলিউডের পাশাপাশি ঢালিউডের সিনেমাতে অভিনয় করেছেন শ্রাবন্তী।

অভিনয় ক্যারিয়ার শুরুর কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এ দম্পতির একমাত্র সন্তান অভিমান্যু চ্যাটার্জি (ঝিনুক)। অজানা কারণে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button