নাটোররাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

ফরহাদের পতাকা বিক্রি করেই আত্মতৃপ্তি

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধঃ

নাটোরের লালপুরে মহান বিজয়ের মাসে লাল-সবুজের পতাকা ফেরি করে বিক্রি করছেন ফরহাদ খান (৩২)। নিজের দেশের পতাকার মহত্ব বুঝলেই কেবল দেশের জন্য কাজ করার আগ্রহবোধ জন্মাবে তাইতো লাল-সবুজের পতাকা ফেরি করতে রাস্তায় রাস্তায় ছুটছেন তিনি। এ পতাকা তুলে দিচ্ছেন স্বাধীন দেশের নতুন প্রজন্মের হাতে হাতে। আজ উপজেলার আব্দুলপুর বাজারে বাঁশের মাথায় নানা আকারের পতাকা টাঙিয়ে ফেরি করতে দেখা যায় তাকে।

এ সময় ফরহাদ জানান, তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। মোবাইল মেরামত করাই তার পেশা। তবে বিভিন্ন দিবসে বাড়তি আয়ের আশায় এক যুগেরও বেশি সময় যাবত পতাকা ফেরি করেন। এ বছর ১০ জনকে সাথে নিয়ে এসেছেন নাটোরে। বিক্রিও ভালো, বিজয় দিবস একদিন হাতে রেখেই জনপ্রতি বিক্রি করেছেন ১৫-২০ হাজার টাকা।

নিজেকে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে বলেন, আমার বাবা রোকন খান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। পড়াশোনা না জানায় চাকুরী না করে স্বাধীন ব্যবসা হিসেবে বেছে নিয়েছি এ পেশাকে। দেশকে ভালোবেসে স্বাধীন দেশের নতুন প্রজন্মের হাতে হাতে তুলে দিচ্ছি লাল-সবুজের পতাকা। এতেই আমার আত্মতৃপ্তি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button