নাটোরসংবাদ সারাদেশ

নাটোরে ই-ট্রাফিক প্রসিকিউশন’এর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন

 মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে সড়কে যানবাহন চলাচলে শৃংখলা নিশ্চিত করতে জেলায় ই-ট্রাফিক প্রসিকিউশন এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা দুইটায় শহরের মাদরাসা মোড় (স্বাধীনতা চত্বরে) ই-ট্রাফিক প্রসিকিউশন এর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। অনুষ্ঠানে এসময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকতা আনয়নের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে প্রসিকিউশন এর উদ্বোধন করা হচ্ছে।

যানবহণের মামলার ইউ-ক্যাশের মাধ্যমে কেস ফি বা জরিমানার অর্থ পরিশোধ করে গ্রাহক তাৎক্ষণিক জব্দকৃত কাগজ ফেরৎ পাবেন। এই কার্যক্রমে সময়, অর্থ, শ্রম ও হয়রানি হ্রাস পেয়ে জনদূর্ভোগ কমবে।

সড়কে শৃংখলা আনতে যানবাহনের চালকবৃন্দের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার উপরে গুরুত্ব আরোপ করেন এই কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের,সদর থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম , ট্রাফিকের (ওসি) বিকর্ণ কুমার চৌধুরী সহ পুলিশের উদ্ধতর্ন ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ ।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button