নাটোররাজশাহী সংবাদ

নাটোরের গুরুদাসপুর লিচু চাষীদের সাথে এসপির মতবিনিময়

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে লিচুর উৎপাদন আহরণ এবং সুষ্ঠুভাবে বাজারজাতকরণের লক্ষ্যে লিচু ব্যবসায়ী আড়তদার এবং চাষীদের সাথে এসপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে উপজেলার বেড়গঙ্গারামপুর এলাকার একটি লিচু বাগানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর থানার আয়োজনে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়গঙ্গারামপুর লিচু আড়তদার মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন। এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গ্রামের লিচুর ব্যবসায়ী এবং চাষীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মধ্য স্বত্বভোগীদের কোন স্থান নেই। আমি বিভিন্ন বিষয়ে অভিযোগ পেয়েছি । সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। কোনরকম অতিরিক্ত টোল আদায়ে চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি আরো জানান চাষিরা যাতে সুষ্ঠুভাবে তাদের লিচু বাজারজাত করতে পারে এবং ন্যায্যমূল্য পায় তার জন্য তাদের সহায়তা প্রদান করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button