ঢাকাসংবাদ সারাদেশ

মাদ্রাসায় ৯ বছরের শিশুকে বলাৎকার:শিক্ষকের যাবজ্জীবন

ঢাকা প্রতিনিধিঃ

নয় বছর বয়সি শিশুকে বলাৎকারের দায়ে মো. হাসমত আলী নামক এক মাদ্রাসায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহারের আদালত এ রায় দেন।

একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।রায়ে উল্লেখ করা হয়, আসামি মো. হাসমত আলী বলাৎকার করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে।আরো উল্লেখ করা হয়, মামলায় আসামির হাজত বাসকালীন সময় তাকে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর রাত ৩টা ৪০ মিনিটের দিকে দক্ষিণখান থানাধীন মারকাজুত তাহফিজ মাদরাসার নীচতলার পশ্চিম পাশের বারান্দায় ভুক্তভোগী মাদ্রাসায় ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক হাসমত।

এ ঘটনার চারদিন পর ১ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রের মা। পুলিশ ঘটনা তদন্ত করে ২০২০ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামি হাসমতের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালে সাত জন সাক্ষী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button