ঢাকাসংবাদ সারাদেশ

মন্ত্রীর আশ্বাসে স্বাভাবিক হলো ট্রেন চলাচল

ঢাকা প্রতিনিধিঃ

অবশেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতন ভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলকর্মীরা।

এরপর বুধবার দুপুরে বিষয়টির সমাধানে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেলমন্ত্রী নূরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের শেষে সোয়া ১২টায় রেলমন্ত্রী কমলাপুরে সাংবাদিকদের বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা হবে। বাতিলে সবরকম চেষ্টা করা হবে। আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। সেখানের রানিং স্টাফদের দাবি নিয়ে আলোচনা হবে।

এ ঘোষণার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে কর্মচারীদের আন্দোলনের কারণে। বেতন-ভাতা সংক্রান্ত সমস্যার সুষ্ঠু সমাধান হলেই কাজে ফিরবেন বলে আন্দোলনরত কর্মচারীরা জানান।

পরে মন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ে স্টেশনে গিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, রানিং স্টাফরা যে দাবি তুলেছেন, আমরা তাদের পক্ষে। রেল মন্ত্রণালয় এরই মধ্যে তাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেছে, সেখানে বলা হয়েছে এই দাবি মেনে নিতে হবে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, সে সময়টুকু ধৈর্য্য ধরুন।

মন্ত্রীর বক্তব্যের পরপরই রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button