জাতীয়সংবাদ সারাদেশসারাদেশ

রংপুর-৩ আসনের মুকুট এরশাদ পুত্রের

সংবাদ চলমান ডেস্কঃ
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ।

শনিবার (৫ অক্টোবর) রাতে ভোটগণনা শেষে বে-সরকারি ফলাফলে এরশাদপুত্র সাদকে (লাঙ্গল) বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন।

সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

এছাড়াও বাকি তিন প্রার্থীর মধ্যে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ্ বায়েজিদ (মাছ) ১ হাজার ৬৬২ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেওয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম রাকু (আম) ৬১১ ভোট পেয়েছেন।

এদিকে, জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে বিজয়ের এই ধারাবাহিকতার মধ্য দিয়ে এরশাদের শূন্যতা পূরণ করলেন তারপুত্র সাদ। লাঙ্গলের দীর্ঘ ২৮ বছরের ইতিহাসে এটি এরশাদবিহীন প্রথম বিজয়। তবে ভোটার উপস্থিতি কম হওয়াতে এবার ভোট পড়েছে ২১.৩১ শতাংশ।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত এরশাদ। সেই নির্বাচনে এই আসনে ৫২ শতাংশ ভোট পড়েছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button