জাতীয়

কারা হাসপাতালে শূন‌্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশ

সংবাদ চলমান ডেস্ক: দেশের সব কারা হাসপাতালে শূন‌্য পদে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া দ্রুত নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশের কারা হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে মাত্র নয়জন চিকিৎসক কর্মরত। পরবর্তীতে আরো ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন‌্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত ১৪ জানুয়ারি সারাদেশে জরুরি ভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কারা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়। সে অনুযায়ী আজ কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন‌্য পদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button