চাপাইনবাবগঞ্জরাজশাহীরাজশাহী সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে আলোচনা অনুষ্ঠান ও প্রকল্প অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাল্যবিয়ে বন্ধে চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশে শিশু বিবাহ নিরোধের লক্ষে কিশোর কিশোরীদের ক্ষমতায়নের জন্য এলাকাভিত্তিক প্রচেষ্টা’ শীর্ষক এক আলোচনা ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং ‘ইউনিসেফ’ এর সহযোগিতায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকা লে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. এ.জেড.এম নুরুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকিরুজ্জামান, ‘ইউনিসেফ’ এর রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান নজিবুল্লাহ হামিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে কুলছুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শ্রীমতি প্রভাতী মাহাতো, জেলা শিশু একাডেমির পরিচালক মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা অনুষ্ঠানে ইউনিসেফের অন্যান্য জেলা এবং বিভাগীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রকল্প সম্পর্কে ধারনাপত্র পাঠ করেন এসিডির ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনা।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বাল্যবিবাহের শাস্তি ও বিভিন্ন স্কুল, কলেজে বাল্যবিবাহ রোধ কমিটি গঠন, ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন রেজিস্ট্রার আপডেট রাখার পরামর্শ দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়মূলক কর্মকাণ্ডে এই তরুণ সমাজ কীভাবে অবদান রাখতে পারে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কীভাবে সহায়তা করতে পারে সে সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে ‘ইউনিসেফ’ এর রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান নজিবুল্লাহ হামিম বলেন, ‘এতো কিছুর পরও দেশ থেকে বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না। চাঁপাইনবাগঞ্জ জেলা থেকে বাল্যবিবাহ বন্ধে জেলা প্রশাসন ও ইউনিসেফ যৌথভাবে কাজ করবে।’

সভাপতির বক্তব্যে এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মহোদয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ নিয়েছেন। ইউনিসেফ এর সহযোগিতায় পরিচালিত এসিডির ‘শিশু বিবাহ নিরোধ’ প্রকল্পটি বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণার কার্যক্রমে জেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করছে। সকলের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাল্যবিবামুক্ত একটি জেলা গঠন করতে চাই।’

এছাড়া প্রকল্প অবহিতকরণ সভায় কীভাবে সমাজে বাল্য বিবাহের প্রবণতা ছড়িয়ে পড়ছে এবং এর ভয়াবহতা থেকে কিশোর-কিশোরী প্রজন্মকে কীভাবে রক্ষা করা যায় এবং বাল্য বিবাহ নিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া সমাজে শান্তি ও সহনশীলতার পরিবেশ বজায় রাখতে কিশোর-কিশোরীরা কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

সভায় এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. আশরাফুল হক, প্রোগ্রাম অফিসার মো. হুমায়ুন করিব ও সাম্মি আক্তারসহ জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষক, যুবক, অভিভাবক, ধর্মীয় নেতা, সামাজিক নেতা, সুশীল সমাজ, উন্নয়ন কর্মী, সাংবাদিকবৃন্দসহ প্রকল্প সম্পর্কিত সর্বস্থরের প্রকল্প অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button