কুমিল্লাসংবাদ সারাদেশসারাদেশ

কুমিল্লার মুরাদনগরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড উন্মোচন করার আহ্বান এমপি ও প্রশাসনের

শামীম কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে গনমাধ্যম কর্মীদেরকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উন্মোচন করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনিসহ উপজেলা প্রশাসনের সব কর্মকর্তাদের। মঙ্গলবার বিকেলে মুরাদনগরে কর্মরত সর্বস্তরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তাঁরা এ কথা জানান।

উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন জানান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ সময় তিনি মুরাদনগরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

পরে সম্প্রতি উপজেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান করেন এমপি ইউসুফ হারুন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি, সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক আবুল খায়ের, সাংবাদিক বেলাল উদ্দিন আহমেদ, আহসান হাবীব শামীম, শারফিন শাহ, মোশাররফ হোসেন মনির, মাহবুব আলম আরিফ, মনির খান, দুলাল, তুহিন, ইউনুছ, শামাীম প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button