ঈশরদীরাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

ঈশ্বরদীতে পদ্মা ড্রিংকিং ওয়াটার সিলগালা ও জরিমানা

লিমন সরকার ঈশ্বরদী প্রতিনিধিঃ

ঈশ্বরদীতে পদ্মা ড্রিংকিং ওয়াটার নামে পানি উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৭ ডিসেম্বর মঙ্গলবার পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহরুল ইসলাম ঈশ্বরদী শহরের উমিরপুরে পদ্মা ড্রিংকিং ওয়াটারের ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন ও ঈশ্বরদী থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন, পানির বোতল অপরিচ্ছন্ন, বোতলে ওজন সঠিক না হওয়া, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা সহ উৎপাদিত পানি ল্যাবের পরীক্ষার ব্যবস্থা না থাকার অভিযোগে পদ্মা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button