আন্তর্জাতিক

সিরিয়ায় সেনা বোঝাই দেড়শ সাঁজোয়া যান পাঠাল তুরস্ক

সংবাদ চলমান ডেস্ক: রুশ সেনাদের সহায়তায় সিরিয়ার ইদলিব প্রদেশে সশস্ত্র অভিযান চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। এর তীব্র বিরোধিতা করছে তুরস্ক। ফলে ফাটল তৈরি হয়েছে তুরস্ক ও রাশিয়ার মধ্যকার সম্পর্কে। এমন পরিস্থিতিতে সিরিয়ার ইদলিবে নতুন করে সেনা বোঝাই দেড়শ সাঁজোয়া যান পাঠিয়েছে তুরস্ক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ শনিবার (৮ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল অলকে ডেনাইজার রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সিরিয়ার ইদলিবে মোতায়েন সেনাদের ওপর হামলা হলে সেটা সহ্য করব না। তুর্কি সেনাদের ওপর সব ধরনের হামলার প্রতিশোধ নেওয়া হবে। প্রয়োজনে ইদলিবে আরও সেনা মোতায়েন করবে তুরস্ক।

কর্নেল অলকে ডেনাইজারের এ ধরনের মন্তব্যের পরই ইদলিবে সেনা বোঝাই দেড়শ সাঁজোয়া যান পাঠাল আঙ্কারা।

এ দিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশে সম্প্রতি বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে জোরালো সেনা অভিযান শুরু হয়েছে। আর এতেই নতুন করে শরণার্থীদের ঢল নামার শঙ্কার মুখে পড়েছে তুরস্ক। এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত সেনা ও সাঁজোয়া যান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button