আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তির রোবট কুকুর

সংবাদ চলমান ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মোজাভ মরুভূমির বিমানক্ষেত্রে সম্প্রতি একটি রোবট কুকুরের হেঁটে বেড়ানোর দৃশ্য দেখা যায়। এটি অত্যাধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ যুদ্ধে ব্যবহার উপযোগী একটি রোবট কুকুর। দেশটির বিমানবাহিনী এই রোবটকে নিয়ে অনুশীলনের পরীক্ষামূলক কার্যক্রম চালায়।

মার্কিন সামরিক বাহিনীর এডভান্সড ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেমের (এবিএমএস) নতুন সংযোজন এই রোবট কুকুর।  প্রতিকূল পরিবেশে বিমান অবতরণ করলে মানুষ বের হওয়ার আগে এই রোবট কুকুর বের হয়ে অবস্থা পর্যবেক্ষণ করবে। এই রোবটের অন্যতম সুবিধা হলো, অন্যান্য রোবটের তুলনায় এই রোবটের যান্ত্রিক জটিলতা কম। প্রচুর পরিমানে টেকসই এবং স্থায়িত্ব ও চলাফেরার সাবলীল।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য আক্রমণ ও হুমকি চিহ্নিত করতে সক্ষম এই রোবট কুকুরটি।

৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের পর্যন্ত দেশটির ৩০ জায়গায় এই এবিএমএস অনুশীলন হয়। কুকুরগুলোর নাম দেয়া হয়েছে ভিশন ৬০ ইউজিভি। এই নামকরণ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ঘোস্ট রোবোটিক্স অফ ফিলাডেলফিয়া । যেকোনো স্থান ও পরিবেশে এই রোবট কুকুরগুলো তথ্য সংগ্রহের কাজ করতে সক্ষম।

দেশটির বিমানবাহিনীর একুইজিশন টেকনোলজি অ্যান্ড লজিস্টিকসের সহকারী সেক্রেটারি উইল রোপার বলছেন ‘ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সৈনিকরা তথ্যের অনিশ্চয়তার সম্মুখীন হবে, প্রয়োজন হবে ন্যানো সেকেন্ডে তথ্য বিশ্লেষণে সক্ষম এমন প্রযুক্তির। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে তথ্যই হবে স্যাটেলাইট, জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ সম্পদ’।

ভবিষ্যতে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে যাচ্ছে এই রোবট কুকুর। বিমানবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল জন রেয়মন্ড জানান, যুদ্ধক্ষেত্রে, প্রতিকূল পরিবেশে উপযুক্ত ভাবে এবিএমএস ব্যবহারের উপায় খুঁজছি।

এব্যাপারে বিমানবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র বলেন, ‘যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য আমাদের সৈনিকদের যুদ্ধের গতি হওয়া প্রয়োজন ইন্টারনেটের গতির মতো দ্রুত।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button