আন্তর্জাতিক

মহামারি এই করোনার মৃত্যুতে স্পেনকে ছাড়িয়ে গেলো ব্রাজিল

সংবাদ চলমান ডেস্কঃ

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে,দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যুতে বিশ্বের মধ্যে এখন পঞ্চম দেশ। তারা কয়েকদিনের মধ্যে মৃত্যুতে স্পেনকে পেছনে ফেলে দিয়েছে। স্পেনে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৭ হাজার ১২১ জন।।বৃহস্পতিবার দেশটিতে একদিনে করোনাভাইরাসে ১ হাজার ১২৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে টানা পঞ্চমদিনের মতো দেশটিতে প্রতিদিন এক হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৮ জনে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক ২৬ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এখন ব্রাজিলের অবস্থান। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় প্রায় ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে মারা গেছেন ১ লাখের বেশি মানুষ।

গত ২১ মে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ঢের বেশি হতে পারে। কেননা, ব্যাপক আকারে পরীক্ষার অভাবে অনেকেই হয়তো সরকারি হিসাবের আওতায় আসছে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর মেয়র ব্রুনো কোভাস সতর্ক করে দিয়ে বলেছেন, শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলা না হলে বিপর্যস্ত হয়ে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা।

জানা গেছে, করোনার সংক্রমণ চূড়ায় না পৌঁছাতেই সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে খালি হাতে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন তারা। অন্যদিকে ‘সামান্য ফ্লু’ উপেক্ষা করে দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মনোযোগ অর্থনীতির ক্ষতি সারিয়ে তোলায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button