আন্তর্জাতিক

বাবাকে ব্লাকমেইল করে ১০ কোটি টাকা দাবি ছেলের

সংবাদ চলমান ডেস্কঃ

নিজের পরিবারের গোপন মুহূর্তের কিছু ছবি আর তথ্য ফাঁস করার হুমকি দিয়ে ১০ কোটি টাকা দাবি করে বাবাকে ব্লাকমেইল করে ১১ বছরের এক কিশোর। এ ঘটনার তদন্তে নেমে তাজ্জব বনে যায় পুলিশ।

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘনে।

জানা যায়, ওই ব্যক্তি তার কিছু গোপন ছবি মেইলে রেখেছিলেন। বাবার গোপন ছবি কোনোভাবে হাতে এসেছিল ১১ বছরের ওই ছেলের কাছে। আর এই গোপন ছবি হাতে পেয়ে বাবাকেই ব্ল্যাকমেইল করার ফন্দি করে ছেলে। এরপর অজানা নম্বর থেকে ফোন করে ১০ কোটি টাকা দাবি করে ছেলে।

এদিকে ব্ল্যাকমইলারের ফোন পেয়েই পুলিশের দ্বারস্থ হন গাজিয়াবাদের ওই ব্যক্তি। জানান, একদল হ্যাকার তার ইমেল হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করছে। দাবি পূরণ করা না হলে সব ছবি ফাঁস করার হুমকিও দিয়েছে।

তদন্তে নেমে পুলিশ দেখে, আইপি অ্যাড্রেস অভিযোগকারীর বাড়িরই। তাছাড়া তার ছেলের হাবভাব দেখেও খটকা লাগে পুলিশের। তার পরই তাকে জেরা করে পুলিশ।

তদন্তের মুখে আর বেশিক্ষণ নিজেকে আড়াল করে রাখতে পারেনি পঞ্চম শ্রেণির ওই ছাত্র। পুরো ঘটনাটাই স্বীকার করে নিয়ে জানায়, ইউটিউব দেখেই সে হ্যাকিং শিখেছে।

অভিযুক্ত ওই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button