আন্তর্জাতিক

বর্ধমানে যুবকের পেট থেকে বের হলো আড়াইশ পেরেক, ৩৫ মুদ্রা

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের কৃষ্ণবাটি গ্রামের মইনুদ্দিন (৩৮) নামে এক যুবকের পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের হলো আড়াইশ পেরেক, ৩৫ মুদ্রা।

তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। কয়েক দিন ধরে তিনি কিছুই খাচ্ছিলেন না। তবে পেটে হাত দিয়ে বারবার কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্স-রে করার পর এক্স-রে রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। রোগীর পেটের ভেতর রয়েছে পেরেক, কয়েন থেকে শুরু করে স্টোন চিপস! অস্ত্রোপচার করে তার পেট থেকে মোট ২৫০টি পেরেক, ৩৫টি মুদ্রা ও স্টোন চিপস বের করেছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

তার পেটে ব্যথা- এমন ধারণা থেকে পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রে করে তার পেটে এসব বস্তুর উপস্থিতি ধরা পড়ে।

এই বিষয়ে মইনুদ্দিনের ভাই মসলিন উদ্দিন বলেন, আমার ভাইয়ের মানসিক রোগ রয়েছে। এ জন্য তিনি হয়তো এসব খেয়ে ফেলেছিলেন। এখন তিনি সুস্থ রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button