আন্তর্জাতিক

দুই-তিন ঘণ্টার মধ্যে কলকাতার দক্ষিণে আঘাত হানছে কালবৈশাখী

 চলমান ডেস্ক: আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে ভারতের কলকাতার দক্ষিণে কালবৈশাখী ধেয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস জানায়, আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।

জানা গেছে, দেশটির পুরুলিয়া, বাঁকুড়াসহ বীরভূমের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে এরইমধ্যেই বয়ে গিয়েছে প্রবল ঝড়। শুরু হয়েছে শিলাবৃষ্টি।

সূত্র: নিউজ১৮

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button