আন্তর্জাতিক

এবার ভারতের সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে এবার নিয়োগ পেয়েছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১ মে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গতকাল সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হবেন। তিনি এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে।

জানা গেছে, চলতি মাসেই অবসরে যাবেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল নারাভানে। সেনাপ্রধান হিসেবে তার ২৮ মাসের দায়িত্ব শেষ হবে ৩০ এপ্রিল। এরপরই ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে।

রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরবর্তী সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন অ্যালামনাই মনোজ পাণ্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পসের কমিশন প্রাপ্ত হন।
জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-এ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দেন মনোজ পাণ্ডে। এই অভিযানে বড় আকারে সেনা ও অস্ত্র মোতায়েন করা হয় পশ্চিমাঞ্চলীয় সীমান্তে। ২০০১ সালে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের শুরুর দ্বারপ্রান্তে ছিল ভারত ও পাকিস্তান।

আন্দামান নিকোবরের কমান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button