আন্তর্জাতিক

এবার জরুরি অবস্থা জাপানে

সংবাদ চলমান ডেস্কঃ

অবশেষে জাপানেও আসছে জরুরি অবস্থা। সোমবার এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। রাজধানী টোকিওতে দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী। এর প্রেক্ষিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাচ্ছে নিক্কি এশিয়ান রিভিউ। এতে বলা হয়েছে, সিদ্ধান্ত নেয়া হলেও এখনই জারি হচ্ছে না জরুরি অবস্থা। এর আাগে সরকার বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবে। তারপর জরুরি অবস্থা কবে থেকে কার্যকর হবে সেই ঘোষণা আসতে পারে। এর আওতায় আসতে পারে টোকিও ও এর আশপাশের এলাকা, যেমন ওসাকা।

এর আগে বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাটো, অর্থনীতি ও আর্থিক নীতি বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরার সঙ্গে বৈঠক করেন শিনজো আবে। সরকারের করোনা ভাইরস বিষয়ক কর্মকান্ডের প্রধান নিশিমুরা বলেন, যদি প্রয়োজন হয় তাহলে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেবো।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button