আন্তর্জাতিক

ইউক্রেনে আরও কামান পাঠাতে চান বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ

আবারও ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পরিপ্রেক্ষিতে দেশটিতে আরো কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলা জোরদার করার পরদিন যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার জো বাইডেন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে দেশটি।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করছেন তা হলো ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া। আমরা এটাই (ইউক্রেনকে সাহায্য করার) অব্যাহত রেখেছি।

এর আগে গত বুধবার ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ওই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার আগে এ ঘোষণা আসে।

ওই দিন ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না।

একইসাথে ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা অস্ত্র পাঠানোর ক্ষেত্রে বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত জন্য আমেরিকার জনগণ সব সময় ইউক্রেনের সাহসী মানুষের পাশে রয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button