রাজশাহী সংবাদ

রাজশাহী রেলওয়ের টেন্ডারের আগে মালামাল কেনা সেই দুর্নীতিবাজ কর্মকর্তার বদলি     

নিজস্ব প্রতিবেদক:
রেলওয়ে পশ্চিম জোনের সেই দুর্নীতিবাজ কর্মকর্তা শাহ নেওয়াজকে অবশেষে বদলি করা হয়েছে। টেন্ডারের আগেই পছন্দের ঠিকাদারকে দিয়ে স্টেশনের মালামাল কেনা ও একাধিক দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ার পরে গত মঙ্গলবার তাঁকে ঢাকা রেল ভবন থেকে বদলির আদেশ দেওয়া হয়।

রেলওয়ে সূত্র মতে, সর্বমোট ১৯ জন কর্মকর্তাকে বদলি করে। এরমধ্যে পশ্চিম রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহনেওয়াজকে বদলি করা হয়।

প্রসঙ্গত, টেন্ডার বা কোটেশনের আগেই রাজশাহী রেলওয়ে স্টেশনের জন্য প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহনেওয়াজের নির্দেশে বেশকিছু ফার্নিচার, ট্রেনের বগি চিহ্নিত এলইডি লাইট ও অভ্যার্থনার জন্য এলইডি লাইটও সরবরাহ করেছেন ঠিকাদার আলমগীর হোসেন। অভিযোগ উঠেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহ নেওয়াজের আস্থাভাজন এই ঠিকাদারকে দিয়ে আগেই কাজগুলো করে নেওয়া হয়েছে যেন বালিশ কেনার মতো করে ইচ্ছামতো বিল উত্তোলন করা যায়। এটি করতে গিয়ে স্টেশনে কিছু ভিআইপি চেয়ার (গদিওয়ালা) চেয়ারও অপ্রয়োজনে সরবরাহ করা হয়েছে। এ নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর ঢাকা রেল ভবন থেকে শাহনেওয়াজকে বদলি করা হয় গত ১৭ ডিসেম্বর।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button