রাজশাহী সংবাদ

রাজশাহী খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে অনিয়ম পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। অটোরাইস মিলের উৎপাদন সক্ষমতা না থাকা সত্ত্বেও সক্ষমতার সনদ দেয়া এবং চালকল মালিকদের সাথে যোগসাজেশ করে চাল সংগ্রহ সহ নানা অনিয়ম উঠেছে দুদকের তদন্তে।

বৃহস্পতিবার দুদক একটি দল অভিযান পরিচালনা করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল প্রায় তিনঘন্টা ধরে এই অভিযান চালায়।

অভিযান পরিচালনাকারী এই কর্মকর্তা জানান, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বেশ কিছু অনয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয় প্রতিবেদন আকারে ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর সেখান থেকে যে নির্দেশনা দেয়া হবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button