বাগমারারাজশাহী সংবাদ

রাজশাহীতে দুই দিনে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় দুই দিনে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এদের নাম কমল কুমার (৩৫) ও তার ছোট ভাই অমল কুমার (৩৩)। বাগমারার তাহেরপুর পৌরসভার সুইপার কলোনিতে তাদের বাড়ি। তাদের বাবার নাম গোপাল কুমার। অমল সোমবার এবং কমল মঙ্গলবার মারা যান।

স্থানীয়রা বলছেন, নেশাজাতীয় দ্রব্য পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রথমে অমল কুমার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তার মরদেহ সমাধিস্থ করেন। পরে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন বড় ভাই কমল। তাকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। সন্ধ্যায় তার মরদেহ সৎকার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, অমল হয়তো অসুস্থ হয়ে মারা গেছেন। আর কমল নেশাজাতীয় দ্রব্য পানে মারা গেলে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাততদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতো না। কিন্তু মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তাই তারা নেশাজাতীয় দ্রব্য পানে মারা গেছেন কি না তা পুলিশ নিশ্চিত নয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button