রাজশাহী সংবাদ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীত বাড়িয়েছে

রাজশাহীতে শীতের সকালে বৃষ্টিতে ভোগান্তি

ফরিদ আহমেদ আবির: পৌষের শেষ বেলায় রাজশাহীতে জেঁকে বসেছে শীত। এর ওপর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে দ্বিগুণ।

এতে নগরজীবনের স্বাভাবিক কাজকর্মে ছন্দপতন ঘটেছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুরসহ শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।  বৃষ্টির কারণে ঠাণ্ডার প্রকোপ বাড়ায় সকালে স্কুলগামী শিশু-কিশোর ও অভিভাবকদের বেগ পেতে হয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে শীতের দাপট বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর সংখ্যাও কিছুটা বেড়েছে। এর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। ঠাণ্ডা, জ্বর-সর্দী, শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগ রোগী।

রাজশাহী আবহাওয়া সূত্রে জানা গেছে,
আজ রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button