রাজশাহী সংবাদ

রাজশাহীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও শান্তি পদযাত্রার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজন রাজশাহী মহানগর শাখার সভাপতি পিয়ার বক্সের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুজন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, পীস স্পেশাল গ্রুপ (পিসিজি) পীস এম্বাসেডর মহেশ চন্দ্র সরকার, ক্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

মানববন্ধন পরিচালনা করেন পিসিজি এর সমন্বয়কারী মিজানুর রহমান।

মানবন্ধনে বক্তারা বলেন, বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। বাংলাদেশসহ বৈশ্বিক পরিস্থিতি আজ অস্থিরতাপূর্ণ এবং সংঘাতময়। ধর্মীয় মৌলবাদী ও জঙ্গীবাদী শক্তির অপতৎপরতা যেভাবে দেশে দেশে ছড়িয়ে পড়েছে তা সচেতন মানুষের কাছে অস্বস্তিদায়ক। এমনই এক অবস্থান থেকে আমরা সবাই যদি স্ব স্ব অবস্থান থেকে না জেগে উঠি তবে এক অন্ধকার ভবিষ্যত আমাদের জন্য অপেক্ষা করছে।

এরপর তারা সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত লিফলেট বিতরণ করেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button