রাজশাহী সংবাদ

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক : আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে, নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পূর্ণবিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কল্যাণমূলক নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ৯টায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), সিএমপি ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, শামীমা বেগম, (এ্যাডিঃ ডিআইজি), ডেপুটি কমান্ড্যান্ট, পিটিসি, টাংগাইল ও সহ-সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, মোঃ সুজায়েত ইসলাম, অতিঃ পুলিশ কমিশনার, (প্রশাসন), আরএমপি, মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিঃ ডিআইজি, রাজশাহী রেঞ্জ, ফরিদা ইয়াসমিন, বিপিএম,এসএস (পাসপোর্ট),এসবি, ঢাকা, মোঃ শহীদুল্লাহ, পুলিশ সুপার, রাজশাহী জেলা, খন্দকার শামীমা ইয়াসমিন, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

কর্মশালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের বিভিন্ন স্তরের মোট ১০০ জন নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মাঠ পর্যায়ে পুলিশিং-এ নারী প্রতিনিধিত্বের সাহসী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আগামী দিনের অপরাধ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button