রাজশাহী সংবাদ

দিল্লিতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি:  দিল্লিতে চলমান দাঙ্গার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জোটের সভাপতি মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ভারতের দিল্লিতে রাষ্ট্রীয় মদদে একটি গোষ্ঠীর মুসলিমদের উপর নিপীড়ন চালাচ্ছে। ধর্মকে ব্যবহার করে এধরনের হত্যাকান্ড হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে ভারতব্যাপী। এ সাম্প্রদায়িক বিষবাষ্প চলমান থাকলে পুরো এশিয়ার জন্য তা হুমকি স্বরূপ। মোদি সরকারের এই সাম্প্রদায়িক বিষ যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়তে পারে যে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা নতুন নাগরীকত্ব সংশোধনী আইন বিনষ্ট করার প্রয়াস। এই দাঙ্গার মূল লক্ষ্য হলো একটি গোষ্ঠিকে দমিয়ে রাখা।
কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মোর্শেদুল ইসলাম, তীর্থক নাটকের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব ইমন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button