রাজশাহী সংবাদ

ট্রেনের ভাড়া পাঁচ টাকা বেশি নেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা!

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের ভাড়া পাঁচ টাকা বেশি নেয়ায় ‘এনএল ট্রেডার্স’ নামের একটি বেসরকারি রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেছে।
এনএল ট্রেডার্স রাজশাহী-রহনপুর রেল রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন পরিচালনা করে।
একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ে শুনানি শেষে এনএল ট্রেডার্সকে এই জরিমানা করা হয়।
অভিযোগকারীকে জরিমানা থেকে প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রুটে চলাচল করে মহানন্দা এক্সপ্রেস ট্রেন। সম্প্রতি খাদিমুল ইসলাম নামে এক যাত্রী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে মহানন্দা ট্রেনে রাজশাহী আসছিলেন। টিকিটে তার কাছে ভাড়া নেয়া হয় ৩০ টাকা। কিন্তু প্রকৃত ভাড়া ২৫ টাকা।
এর পরই গত ১০ ডিসেম্বর ভুক্তভোগী যাত্রী খাদিমুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। পরে সোমবার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী ২৫ শতাংশ হারে ১০ হাজার টাকা অভিযোগকারীকে দেয়া হয়েছে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান আল মারুফ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button