সারাদেশ

যাত্রীর জুতার ভেতর মিললো দেড় কেজি সোনা

চলমান ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজির ১৫টি সোনার বারসহ মো. পাশা নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা। ওই যাত্রীর জুতার ভেতর ১৪টি সোনার বার লুকানো ছিল বলে জানানো হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রেভিনিউ কর্মকর্তা আসমা বেগম বিকেলে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজগুলোতে অবস্থান নেন। পরে চেকিং পয়েন্টে সন্দেহভাজন কলকাতাগামী যাত্রী মো. পাশাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ব্যাগ ও দেহ তল্লাশি করে জুতার ভেতরে লুকানো ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া পকেট থেকে আরো ১টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১ হাজার ৫০০ গ্রাম  (দেড় কেজি) ও মূল্য ৭৫ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button