সংবাদ সারাদেশসারাদেশ

১০ জনের ফাঁসি : উচ্চ আদালতে যাবে আসামিপক্ষ

সংবাদ চলমান ডেস্ক:  সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।

এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

তবে রায়ের পর এক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করা ছিল এই হামলার উদ্দেশ্য। এছাড়া আওয়ামী লীগ ও সিপিবিকে ধ্বংস করতে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল। আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, মামলাটিতে প্রথম চূড়ান্ত প্রতিবেদন হয়েছিল। পরবর্তীতে আবার তদন্তে গিয়ে চার্জশিট হয়। এ মামলায় সিপিবির সদস্য হিমাংশু মণ্ডলকে আসামি করা হয়েছিল। জেলও খেটেছে সে। পরে তাকে খালাস দেয়া হয়েছে। আর আমার আসামিদের সাজা দেয়া হয়েছে। কাউকে খুশি করতে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button