সংবাদ সারাদেশসারাদেশ

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন:
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ব্যাংকটির সাবেক এভিপি অ্যান্ড সিনিয়র ম্যানেজার মনিরা সুলতানা পপি।

সোমবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পপি তার বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

পপি জানান, বেসরকারি দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন যৌন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে তাকে নাজেহাল করন। মিথ্যা চাঁদাবাজি ও চেক জালিয়াতির মামলা দায়ের, আইনি নোটিশ পাঠানো এবং প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনিরা সুলতানা বলেন, আমি চাকরিকালীন সময়ে এমডি মাসরুর আরেফিনসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হই। প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার পর মিথ্যা চাঁদাবাজি ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ অক্টোবর রাজধানীর ভাটারা থেকে আমার গাড়ি ছিনতাই করে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জোরপূর্বক যৌন লালসা পূরণ করতে না পেরে তারা ফেঁসে যাওয়ার আশঙ্কা থেকেই তড়িঘড়ি করে বেআইনিভাবে আমাকে চাকরিচ্যুত করে। এরপরই তারা মিথ্যা মামলার হয়রানিমূলক পন্থা বেছে নেয়।

তাকে যে কোনো সময় অপহরণ, ধর্ষণ ও আমার প্রাণনাশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পপি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button