যৌতুক না দেয়ায় স্ত্রী হলেন ঝুলন্ত লাশ!
মানিকগঞ্জে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী।
রোববার সকালে মানিকগঞ্জ পৌরসাভার মালঞ্চ এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিথি আক্তার ওই এলাকার সাইদুর রহমানের ছেলে রাসেল হোসেনের স্ত্রী।
বিথির বাবা মো. বাবুল হোসেন বলেন, আট মাস আগে রাসেলের সঙ্গে বিথির বিয়ে হয়। বিথিকে নিয়ে বাড়িতে একাই থাকতো রাসেল। বিয়ের সময় যৌতুক হিসেবে রাসেলকে ঘর সাজানোর সব জিনিসপত্র দেয়া হয়। এর দুই মাস না যেতেই আবারো যৌতুক দাবি করা হয়।
তিনি আরো বলেন, যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় কয়েকবার বিথিকে মারধরও করে। এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু রাসেল মাদকাসক্ত হওয়ায় অত্যাচার অব্যাহত থাকে। শনিবার রাতেও বিথির সঙ্গে রাসেলের ঝগড়া হয়। যৌতুক না পেয়ে বিথিকে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে রাসেল।
সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।