সংবাদ সারাদেশসারাদেশ

বিএমএসএফ বন্দর থানা শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত

 সংবাদ চলমান ডেস্ক :  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নারায়নগঞ্জ বন্দর থানা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বন্দরস্থ রোজা রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এম এম শাহীনের সভাপতিত্বে
সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।
সভায়  প্রধান অতিথি আবু জাফর  বলেন, সারাদেশের সাংবাদিকদের অধিকার, মর্যাদা রক্ষা, কল্যানের জন্য ১৪ দফা দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময় তিনি নবম ওয়েজবোর্ড সংশোধন করে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন।
অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মাসুম তালুকদার, ঢাকা জেলার সদস্য হাজী আব্দুল মান্নান খান। বন্দর কমিটির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শিপুর সঞ্চালনায় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আরিফুল ইসলাম, আব্দুল মান্নান খান বাদল, ডালিম হায়দার, জিয়াবুর রহমান জিয়া, জিকে রাসেল, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, রবি, শ্যামল দাস, ইমন ও আলমগীর ভূইয়া প্রমুখ।
 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button