সংবাদ সারাদেশ

মারা গেলেন সাংবাদিক পীর হাবিবুর রহমান

সংবাদ চলমান প্রতিনিধিঃ

মারা গেলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ শনিবার (৫ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন, পীর হাবিবুর রহমানের ভাই সংসদ সদস্য পীর ফজলুর রহমান ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেন সাংবাদিক পীর হাবিবুর রহমান। পরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

শুক্রবার রাতে এক অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডির ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম জাকিরুল হক টিটন এ তথ্য নিশ্চিত তিনি বলেছিলেন, সাংবাদিক পীর হাবিবুর রহমানের শারীরিক অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে কিডনির সমস্যা জটিল। তার ভাই সংসদ সদস্য পীর ফজলুর রহমান হাসপাতালে রয়েছেন।

উল্লেখ্য, প্রায় দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় আছেন পীর হাবিবুর রহমান। ১৯৯২ সালে বাংলাবাজার পত্রিকার যাত্রা থেকে মূলত তার পেশাদারিত্বের সূচনা ঘটে। তারপর দৈনিক যুগান্তরের শুরু থেকে ছিলেন দীর্ঘদিন। বিশেষ সংবাদদাতা হিসেবে হয়েছিলেন আলোচিত রিপোর্টার। আমাদের সময়, আমাদের অর্থনীতি হয়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশ প্রতিদিনে উপ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। এবং সর্বশেষ পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button