সংবাদ সারাদেশসারাদেশ

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ আটক ২

সংবাদ চলমান ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আন্দামান গোল্ড বিয়ার ও হুইস্কিসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আটকরা হলেন, সদর ইউপির কেরুনতলীর ইসলামের ছেলে কামাল হোসেন ও মিয়ানমারের মংডু এলাকার পাইপুতুন।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থলবন্দর এলাকায় অভিযান চালানো হয়। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টেকনাফের বিসিজি স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই সময় ৮৬৪ ক্যান বিয়ার ও ৪৫ বোতল গ্রান্ড রয়েল হুইস্কিসহ একটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত জাহাজটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএনএম হায়াত ইবনে সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে আটক পাইপুতুন ও কামাল জানায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এরা বিয়ার ও হুইস্কি মিয়ানমার থেকে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। আটক বাণিজ্যিক জাহাজ ও মাদক কারবারিদের জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button