আবারও মাদকসহ ধরা সাবেক কাউন্সিলর
সংবাদ চলমান ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইয়াবা রাখার অপরাধে সাবেক কাউন্সিলর বজলুর রসিদ নান্নুকে চার মাসের কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ফয়লা এলাকা থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড দেন।
সূবর্ণা রানী সাহা জানান, ইয়াবা রাখার অপরাধে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর আবারও মাদকসহ ধরা পড়লেন এই সাবেক কাউন্সিলর