রাজশাহীতে লবিং গ্রুপিংয়ে আওয়ামীলীগ ; মাঠছাড়া বিএনপি
রাজশাহীতে লবিং গ্রুপিংয়ে আওয়ামীলীগ ; মাঠছাড়া বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় থাকার পরেও কিছুতেই যেন থামছেনা রাজশাহী জেলা আওয়ামীলীগের কোন্দল। সভাপতি সেক্রেটারির অন্তর দ্বন্দের কারনে জেলা ও উপজেলার নেতা কর্মীরা এরই মাঝে ভিন্ন মন্তব্য করতে শুরু করেছে। গোদাগাড়ি উপজেলার এক জন আওয়ামীলীগের পদধারী ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, সভাপতি দলের জন্য সময় না দেওয়ায় এমন ফাটল ধরেছে আমরা ছোট পদ নিয়ে এর বেশী কিছু বলতে পারব না। তবে পুঠিয়ার একজন জেলা আওয়ামীলীগের সদস্য বলেন, দলের এমন দিন আমরা দেখতে চাইনা এক জন অন্যজনের সুনাম নষ্ট করছে এইটা পাটির আগামী দিনের জন্য খারাপ। মহানগর আওয়ামীলীগের একাধিক নেতা কর্মী একই অভিযোগ তুলে বলেন, এখানে ও লবিং গ্রুপিং শুরু হয়েছে, তবে খুব নিকটে নতুন কমিটি তৌরি হচ্ছে সেখানে আর মনের অমিল থাকবেনা বলেও মন্তব্য করেন তিনি, মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপেই সকল কিছু ঠিক হবে বলেও জানান সুত্রটি। বিএনপির অবস্থান নিয়ে রাজশাহী জেলা বিএনপির একজন পদধারী নেতা বলেন চলতি মাসেই দলের একটি বড় ধরনের প্রোগ্রাম রয়েছে কিন্তু নেতা কর্মীদের তেমন সাড়া মিলছেনা সকলেই নেতৃত্ব নিয়ে ব্যস্ত, কিন্তু মাঠে নয়। দলের নবাগত অাহবায়ক আবুসাইদ চাদের একজন আস্থাভাজন জানান একজন ব্যক্তি মাঠে কাজ করছে শুধু নতুন আহবায়ক বাকিরা ফোনেই শেষ।