আন্তর্জাতিক

আবারও আলোচনায় বসলেন রুশ-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ

যুদ্ধ থামানোর লক্ষ্যে চতুর্থদফা আলোচনা শেষ করলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, পদ্ধতিগত বিরতির পর মঙ্গলবার আবার আলোচনা শুরু হবে।

মস্কোর সঙ্গে এই ভিডিও কনফারেন্স বৈঠকের রূপরেখা দিয়েছেন ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, বৈঠকে মস্কোর সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তার বিশ্বাস, মস্কোর অবস্থান আগের তুলনায় এখন অনেক বেশি গঠনমূলক।

এই বিষয়ে ওই কর্মকর্তা আরো বলেছেন, ‘আমাদের আলটিমেটাম, লাল সতর্কতা দেওয়ার পরিবর্তে কিংবা ইউক্রেনকে আত্মসমর্পণ করতে না বলে তারা (মস্কো) এখন গঠনমূলক আলোচনা শুরু করেছে বলে মনে হচ্ছে।

এক টুইট বার্তায় ইউক্রেনের পক্ষের মধ্যস্থতাকারী মিখাইলো পদোলিয়াক বলেছেন, চতুর্থ ধাপের এই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা গুরুত্ব পাবে।

তিনি আরো বলেছেন, মস্কো যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত না হবে, আমাদের পক্ষের আলোচকরা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে আলোচনা শুরু করতে পারবেনা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button