ঢাকামুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

এবার কর্মস্থল থেকে এস পি তানভীর সালেহীন ইমন আটক

 

বিশেষ প্রতিনিধিঃ

এবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করেছে ডিবি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করেন। পরে তাকে ঢাকায় নিয়েযান।

জানতে চাইলে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান সংবাদ চলমান কে বলেন, ১১ ফেব্রুয়ারির দিবাগত রাতে ঢাকা থেকে ডিবির একটি টিম এসে, এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন ও কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা জানা নেই।

তিনি বলেন তারা শুধু সহযোগিতা চেয়েছিল, আমাদের ডিবি পুলিশ তাদের সহযোগিতা করেছে।

জানাগেছে,এসপি তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
এরপর ২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান তিনি। এরপর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয় তাকে।

  • সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছিল। একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি শোকজ চিঠি ইস্যু করতেন।হটাৎ তাকে উঠিয়ে নেন ডিএমপি ডিবি পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button