রাজশাহীতে দু’দিনের সফরে রাষ্ট্রপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তন উপলক্ষে দু’দিনের সফরে আজ রাজশাহীতে আসছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। রাবির একাদশ সমাবর্তন আজ, কাল রুয়েটের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি আবদুল হামিদকে বহনকারী হেলিকপ্টার আজ দুপুরে রাবির সৈয়দ আমীর আলী হল মাঠের হেলিপ্যাডে অবতরণ করবে। সেখানে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি সমাবর্তন প্যান্ডেলে যোগ দেবেন। সমাবর্তন শেষে রাজশাহী সার্কিট হাউসে যাবেন তিনি।
সেখানেই রাতযাপন করবেন। কাল দুপুরে রুয়েটের সমাবর্তনে সভাপতিত্ব করবেন তিনি। পরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সূত্র জানায়, রাবির সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রঞ্জন চক্রবর্তী।
এদিকে, রুয়েটে সমাবর্তন বক্তা থাকবেন ইউএসএ ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর প্রফেসর ড. সাইফুর রহমান।