জাতীয়সারাদেশ

ভোলার ঘটনায় জ‌ড়িত‌দের ‌বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ
ভোলার ঘটনায় কঠোর পদ‌ক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’

রোববার রাতে যুবলীগের সপ্তম কংগ্রেস উপলক্ষে গণভবনে সংগঠনটির শীর্ষ নেতারা সাক্ষাৎ করতে গেলে বৈঠকের আগে প্রধানমন্ত্রী এ কথা ব‌লেন।

প্রধানমন্ত্রী ব‌লেন, ‘একটি মহল উদ্দেশ্যপূর্ণভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটাতে পারে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

ভোলায় স্থানীয় জনতা ও পুলিশের মধ‌্যে সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তি‌নি।\

শেখ হা‌সিনা ব‌লেন, ‘দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে কিছু ব্যক্তি জল ঘোলা করার চেষ্টা করছেন। যারা অপরাধী তাদের কোনো ক্ষমা নেই। ‘

তি‌নি বলেন, ‘ভোলায় আইডি হ্যাক করা হয়েছে, তিনি জিডি করেছেন। আর যিনি আইডি হ্যাক করেছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমার কথা হলো, আইডি হ্যাক করে যিনি নোংরা কথা লিখেছেন, তিনি তো মুসলমান। সত্যি যদি তার ধর্মে বিশ্বাস ও শ্রদ্ধা থাকত, তাহলে রাসুল (সা.) সম্পর্কে তিনি এসব কথা লিখতে পারতেন না। তার পেছনে কারা আছে, তাদের খুঁজে বের করতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কিছু লিখলে তা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নিয়মিত সম্মেলন করার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘নিয়মিত সম্মেলন করলে দলে গতি আসে। যুবলীগের পর পর্যায়ক্রমে অন্যান্য সংগঠনের সঙ্গেও বৈঠক করা হবে।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button