চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ
বাল্যবিয়ের দায়ে বর-শাশুড়ির জেল
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকা থেকে বাল্যবিয়ের দায়ে বর ও শাশুড়ির দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের গোলাম মোস্তফার ছেলে বর জাহাঙ্গীর (২৯) ও বরের শাশুড়ি সুমেরা বেগম (৩৬)। তিনি চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গোডাউন এলাকার সোহেল রানার স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বাল্যবিয়ের অভিযোগে উপজেলার রাণীবাড়ি চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বর জাহাঙ্গীর ও শাশুড়ি সুমেরাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বরের ১ বছর ও শাশুড়ির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।