আন্তর্জাতিক

কে-ফোর মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত

সংবাদ চলমান ডেস্ক: কে-ফোর মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত। এই মিসাইলটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এই মিসাইল ভারতীয় নেভির শক্তি ব্যাপক বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, রবিবার ভোরে সমুদ্রের নিচে একটি প্লাটফর্ম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি সাড়ে ৩ হাজার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) তৈরি এই মিসাইলকে শিগগিরই আইএনএস আরিহান্ট শ্রেণির পরমাণু সঞ্চালিত ডুবোজাহাজে যুক্ত করা হবে। কে-ফোর মিসাইল ক্ষেপণাস্ত্রটি ১২ মিটার দীর্ঘ এবং ওজন ১৭ টন। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হলো, এটি রাডারের মধ্যে সহজেই আসে না।

এই মিসাইলটি ভারতেই তৈরি করা হয়েছে। পরমাণু শক্তিচালিত অ্যারিহান্ত ক্লাস সাবমেরিনে যুক্ত করা হবে এই কে ফোর মিসাইলটি। তবে তার আগে আরও পরীক্ষা করা হতে পারে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) যে দুটি আন্ডার ওয়াটার মিসাইল তৈরি করেছে, তার মধ্যে কে-ফোর একটি। অন্যটি হলো ৭০০ কিলোমিটারের বেশি স্ট্রাইক রেঞ্জের বিও ফাইভ ক্ষেপণাস্ত্র। এই কে-ফোর মিসাইল পরীক্ষা করা হবে জানিয়ে, আগেই সতর্কতামূলক নোটিশ জারি করা হয়েছিল ।

সরকারি সূত্রগুলোর পক্ষ থেকে আগেই স্পষ্ট করে জানানো হয়েছিল, কে-ফোরের পরীক্ষা পানির নিচের প্লাটফর্ম থেকে করা হবে। কারণ এটি এখনও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ। কে-ফোর মিসাইল ভারতীয় নৌসেনায় যুক্ত হলে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করা চিন সমস্যায় পড়বে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button